রংপুরের তারাগঞ্জ করোনামুক্ত

রংপুরের তারাগঞ্জ করোনামুক্ত

ছবি: সংগৃহীত

রংপুরের তারাগঞ্জ উপজেলায় করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। এ উপজেলায় কোভিড-১৯–এ আক্রান্ত সব রোগীকে সুস্থ ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ। বর্তমানে উপজেলায় একজন রোগীও নেই। ১৫ দিনে নতুন করে কেউ করোনায় আক্রান্ত হননি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়,  ২৭ এপ্রিল তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের দুজন মেডিকেল টেকনোলজিস্টসহ উপজেলায় প্রথম তিনজন কোভিড-১৯-এ আক্রান্ত বলে শনাক্ত হন। পরে উপজেলায় মোট ২৯ জন করোনা ‘পজিটিভ’ শনাক্ত হন। এ সংক্রমণ শনাক্ত হয়েছে ২৩০ জনের নমুনা পরীক্ষা করে। গত ১৫ দিনে নতুন করে কোভিড-১৯–এ আক্রান্ত কোনো রোগী শনাক্ত হননি। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৪ জন হাসপাতালে ও ২৫ জন নিজ বাড়িতে থেকে চিকিৎসকের পরামর্শ নিয়ে সুস্থ হয়েছেন।

সর্বশেষ আক্রান্ত উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমানও চিকিৎসকের তত্ত্বাবধানে নিজ বাড়িতে আইসোলেশনে থেকে সুস্থ হয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, ‘তারাগঞ্জে করোনায় আক্রান্ত সবাই সুস্থ ঘোষণা করে ছাড়পত্র দেওয়া হয়েছে। সর্বশেষ করোনায় আক্রান্ত উপজেলা পরিষদের চেয়ারম্যান সুস্থ হওয়ায় তাঁকে গত মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ফুল দিয়ে অভিনন্দন জানান ইউএনও আমিনুল ইসলাম ও পাঁচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।’