করোনায় কুষ্টিয়া মেডিকেল কলেজের চিকিৎসকের মৃত্যু

করোনায় কুষ্টিয়া মেডিকেল কলেজের চিকিৎসকের মৃত্যু

কুষ্টিয়া মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. এস এম নুর উদ্দিন আবু আল বাকী রুমি (৪৮)

কুষ্টিয়া মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. এস এম নুর উদ্দিন আবু আল বাকী রুমি (৪৮) করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবারর দিবাগত রাত তিনটায় তিনি চিকিৎসাধীন অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের অধ্যাপক ছিলেন। তাঁর বাড়ি মেহেরপুর জেলার দারিয়াপুরে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ৩ জুলাই নুর উদ্দিনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়। ডায়বেটিস রোগী হওয়ায় অবস্থার অবনতির আশঙ্কায় তাঁকে ওই দিন রাতেই ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখানে তাঁর শরীরের অবস্থা উন্নতির দিকেই যাচ্ছিল। হঠাৎ করে গতকাল বৃহস্পতিবার তাঁর অবস্থার অবনতি হতে থাকে। রাত তিনটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

কুষ্টিয়া সিভিল সার্জন এ এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, জেলায় কোভিড আক্রান্ত হয়ে প্রথম কোনো চিকিৎসকের মৃত্যু হলো। তিনিসহ জেলায় এ পর্যন্ত ২২ জনের মৃত্যু হলো।