করোনায় আক্রান্ত সাকিব আল হাসান’র বাবা

করোনায় আক্রান্ত সাকিব আল হাসান’র বাবা

মাশরুর রেজার শারীরিক অবস্থা স্থিতিশীল।

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা । কয়েকদিন ধরেই তিনি ঠাণ্ডাজনিত মৃদু অসুস্থতায় ভুগছিলেন।  নিশ্চিত হওয়ার জন্য করোনার পরীক্ষা করান। সেই নমুনা পরীক্ষায় মিলেছে করোনা ভাইরাসের উপস্থিতি। তবে জ্বর বা অন্যান্য উপসর্গের তীব্রতা খুব বেশি নেই। শারীরিক অবস্থা স্থিতিশীল।

 মাগুরা সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মাশরুর রেজা একজন ব্যাংক কর্মকর্তা। করোনা সংক্রমণের মাঝেও নিয়মিত পেশাগত দায়িত্ব পালন করছিলেন। সেখান থেকেই তিনি সংক্রমিত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সাকিবের মা শিরীন রেজার নমুনাও সংগ্রহ করা হয়েছে। তবে শিরীন রেজার নমুনা পরীক্ষার ফল এখনো হাতে আসেনি। কাল বা পরশু ফলাফল আসতে পারে।

উল্লেখ্য, করোনার প্রকোপ শুরুর পর থেকেই নিজের ফাউন্ডেশনের মাধ্যমে মানুষের সেবায় কাজ করছেন সাকিব আল হাসান। তিনি এখন দুই সন্তান নিয়ে সস্ত্রীক আমেরিকায় অবস্থান করছেন। সেখান থেকেই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি।