Thursday, 13th August 2020 04:55 PM

নিজেদের অর্থে এসডিজি বাস্তবায়নের কথা বললেন পরিকল্পনা মন্ত্রী

নিজেদের অর্থে এসডিজি বাস্তবায়নের কথা বললেন পরিকল্পনা মন্ত্রী

ছবি সংগৃহিত।

 

নিজেদের অর্থেই এসডিজি বাস্তবায়ন করতে হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, জাতিসংঘ উৎসাহ ছাড়া কিছুই দেয় না। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে আমাদের অনেক অর্থ দরকার। তবে এটি বাস্তবায়নে জাতিসংঘ থেকে খুব বেশি আশা করা যাবে না। আমাদের নিজেদের অর্থেই এসডিজি বাস্তবায়ন করতে হবে। 

আজ মঙ্গলবার শেরে বাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন পরিকল্পনামন্ত্রী।

প্রধানমন্ত্রী নিজেই এসডিজি বাস্তবায়ন করবেন জানিয়ে তিনি আরও বলেন, জাতিসংঘ অনেক উৎসাহ দেয়, খাওয়া হয়, কিন্তু অর্থ পাওয়া যায় না। আমরা নিজেরাই অর্থের সংস্থান করব। তিনি বলেন, জাতিসংঘের ফোরামে গেলে তারা অনেক মিটিং করে, খাওয়া-দাওয়া ভালো দিয়ে থাকে। কিন্তু, শেষপর্যন্ত উৎসাহ ছাড়া তারা কিছুই দেয় না।