ফিরে তিন ফরম্যাটে খেলা ভুল ছিল: আমির

ফিরে তিন ফরম্যাটে খেলা ভুল ছিল: আমির

পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির

স্পট-ফিক্সিংয়ে দায়ে পাঁচ বছর ক্রিকেট থেকে নির্বাসিত ছিলেন৷ কিন্তু নিষেধাজ্ঞা কাটিয়ে পাঁচ বছর আগে ক্রিকেটে ফিরেছেন মহম্মদ আমির৷ কিন্তু নির্বাসনের পর তিনটি ফরম্যাটেই তাঁর খেলার সিদ্ধান্ত নেওয়া ভুল ছিল বলে মনে করেন বাঁ-হাতি পাক পেসার।

ইংল্যান্ডে ২০১০ স্পট-ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িত থাকার কারণে আমিরকে পাঁচ বছরের জন্য নির্বাসিত করেছিল আইসিসি। ২০১৫ সালে তিনি সমস্ত ফর্ম্যাটে ফিরে এসেছিলেন তিনি। কিন্তু এত প্রতিভাবান হওয়া সত্ত্বেও মাত্র ৩৬টি টেস্ট ম্যাচ খেলে গত বছর জুলাইয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন আমির৷

ক্রিকেটপাকিস্তানকে দেওয়া এক সাক্ষাত্কারে আমির ক্রিকেটারদের পরামর্শ দেন যেন তাঁর মতো ভুল যেন কেউ না করেন৷ মাত্র একটি বা দু’টি ফর্ম্যাট বেছে নিতে পারেন।

আমির বলেন, ‘জাতীয় দলে প্রত্যাবর্তনের পরে তিনটি ফর্ম্যাট খেলে আমি বড় ভুল করেছি। আমি ভবিষ্যতের ক্রিকেটারদের একই ভুল না-করার পরামর্শ দিতে চাই৷ প্রত্যেকেরই প্রথমে এক বা দুটি ফর্ম্যাটে খেলে তাদের সীমা পরীক্ষা করা উচিত এবং একটি ভালো ছন্দে প্রবেশ করা উচিত। যদি তারা বিশ্বাস করে যে তারা পারছে তবেই তাদের তৃতীয় ফর্ম্যাটে অংশ নেওয়া উচিত।’

বাঁ-হাতি পেসার আরও জানান যে, পেসারদের আরও বেশি যত্নবান হওয়া দরকার৷ কারণ কোনও ভুল সিদ্ধান্ত তাদের কেরিয়ারকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে। আমির বলেন, ‘পেসারদের আরও যত্নবান হওয়া দরকার। সমস্ত ফর্ম্যাটে ফিরে আসার ভুল সিদ্ধান্ত নেওয়ার পরে আমার দু’বছর পরে সমস্যা হয়েছিল। ২০১৮ সালে আমি গুরুতর চোট পায়। এই কারণে আমি একা নিজেকে সাদা বলের ক্রিকেটে সীমাবদ্ধ রেখেছি৷ আমি আশাবাদী যে, আমি আমার কেরিয়ার প্রায় পাঁচ থেকে ছয় বছরের মধ্যে বাড়িয়ে দিতে পারি।’

সোমবার ইংল্যান্ডে সফররত পাকিস্তান দলে ফেরার সুযোগ পেয়েছেন বাঁ-হাতি পেসার৷ হরিস রাউফের পরিবর্তে দলে ঢুকছেন তিনি৷ এই মুহূর্তে পাকিস্তান ক্রিকেট দল ইংল্যান্ডে রয়েছে৷ তবে বুধবার রাউফের ইংল্যান্ড উড়ে যাওয়ার কথা ছিল৷ দ্বিতীয় সন্তানের জন্মের সময় স্ত্রী’র পাশে থাকতে টি-২০ সিরিজ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন রাউফ৷ তাঁর পরিবর্তে আমিরকে দলে নেন প্রধান নির্বাচক ইনজামাম উল হক৷ কিন্তু লন্ডনের বিমানে উঠতে গেলে আমেরকে দু’বার কোভিড-১৯ টেস্ট দিতে হবে৷ শুধু তাই নয়, দু’বার তাঁর রিপোর্ট নেগেটিভ আসতে হবে৷ তবেই লন্ডনের বিমানে ওঠার ছাড়পত্র পাবেন বাঁ-হাতি পাক পেসার৷