সিরিয়ার সংসদ নির্বাচনে বাশার আল আসাদ জয়ী

সিরিয়ার সংসদ নির্বাচনে বাশার আল আসাদ জয়ী

রোববার অনুষ্ঠিত সংসদ নির্বাচনে ভোট দেন প্রেসিডেন্ট বাশার আসাদ ও তার স্ত্রী আসমা আসাদ

সিরিয়ার ক্ষমতাসীন বাথ পার্টি জাতীয় সংসদ নির্বাচনে আবারো বেশিরভাগ আসনে বিজয়ী হয়েছে। দেশটির নির্বাচন কমিশন ঘোষিত ফলাফলে দেখা গেছে- প্রেসিডেন্ট বাশার আল-আসাদের নেতৃত্বাধীন বাথ পার্টি এবং তাদের মিত্ররা ২৫০ আসনের সংসদে ১৭৭টি আসনে বিজয় লাভ করেছে।

গত রোববার সিরিয়ায় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সরকার নিয়ন্ত্রিত এলাকায় মোট সাত হাজার নির্বাচনী কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়। এছাড়া, উগ্র সন্ত্রাসীদের কাছ থেকে সম্প্রতি মুক্ত হওয়া পূর্ব গৌতা এবং দক্ষিণাঞ্চলীয় ইদলিব প্রদেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত কয়েক বছর ধরে সিরিয়ার সরকার  সন্ত্রাসীদের কাছ থেকে দেশটির বেশিরভাগ এলাকা মুক্ত করতে সক্ষম হয়েছে।

২০১১ সালে বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীদের সহিংসতা শুরুর পর এই নিয়ে তিন দফা সিরিয়ায় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো। গত এপ্রিল মাসে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে নির্বাচন প্রথম দফা পিছিয়ে মে মাসে নেয়া হয় এবং পরবর্তীতে জুলাই মাস পর্যন্ত পেছানো হয়