ভাংগুড়ায় জ্বর, কাশি নিয়ে স্কুল শিক্ষকের মৃত্যু

ভাংগুড়ায় জ্বর, কাশি নিয়ে স্কুল শিক্ষকের মৃত্যু

ছবিঃ মঞ্জুর কাদের বাবু

পাবনা প্রতিনিধি

পাবনার ভাংগুড়ায় জ্বর, শ্বাসকষ্টসহ করোনাভাইরাসের ( কোভিড-১৯) বিভিন্ন উপসর্গ নিয়ে এক স্কুলশিক্ষকের  মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জুলাই ) রাত ১০টায় ভাংগুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বাড়ি জেলার ভাংগুড়া পৌরসভার মন্ডল মোড় এলাকায়।

মৃত শিক্ষক মঞ্জুর কাদের বাবু (৫২) ভাংগুড়া মমতাজ মোস্তফা আইডিয়াল হাই স্কুলের সহকারী শিক্ষক পদে কর্মরত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বাবু কয়েকদিন ধরেই জ্বর, কাশিতে ভুগছিলেন। এনিয়েই তিনি শনিবার (২৫ জুলাই) কুরবাণীর গরু কিনতে হাটে যান। বাড়িতে ফিরে তিনি আরো বেশি অসুস্থ্য হয়ে পড়েন। সোমবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ভাংগুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীর আলম বলেন, জ্বর, কাশিসহ বিভিন্ন উপসর্গ নিয়ে ওই ব্যক্তিকে সোমবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। রাত ১০টায় তিনি সেখানেই মৃত্যুর কোলে ঢুলে পড়েন।  

মঙ্গলবার (২৮ জুলাই) স্বাস্থ্যবিধি মেনে নৌবাড়িয়া কবরস্থানে তাকে দাফন করা হয়।

জেলায় এ পর্যন্ত ৮২২ জন করোনায় আক্রানন্ত হয়েছেন। এছাড়া করোনায় ৯ জন এবং উপসর্গ নিয়ে আজকের একজনসহ ১৩ জন মারা গেলেন। 

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারাবলেন, “এ জনপদের মানুষের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে চলা এবং মাস্ক পরার প্রবণতা কমে যাওয়ায় করোনায় সংক্রমিত বেশি হচ্ছে।”