রাজধানী এবং কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ ৪ জন নিহত

রাজধানী এবং কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ ৪ জন নিহত

প্রতীকী ছবি

রাজধানীর পল্লবীতে এবং কক্সবাজারের চকরিয়াতে পৃথক দুটি বন্দুকযুদ্ধে ৪ জন নিহত হয়েছে।  এদের মধ্যে রাজধানীতে শীর্ষ সন্ত্রসী মহসিন এবং চকরিয়াতে ৩ মাদক করবারী নিহত হয়েছে বলে জান গেছে। 

জানা যায়, রাজধানীর পল্লবীতে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। পল্লবীর ইস্টার্ন হাউজিং এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
বন্দুকযুদ্ধে নিহতের নাম মহসিন ওরফে কিলার মহসিন। তিনি শাহাদাত বাহিনীর পেশাদার খুনি ও শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত।
ক্ষুদে বার্তায় র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং থেকে ঘটনার বিষয়ে জানানো হয়েছে।
র‍্যাব জানায়, মধ্যরাতে ইস্টার্ন হাউজিংয়ে অভিযান চালানোর পর সন্ত্রাসীরা অতর্কিতভাবে র‍্যাবের ওপর হামলা চালায়। র‍্যাব পাল্টা গুলি ছোড়ে। এসময় কিলার মহসিন নিহত হয়।
   
এদিকে পুলিশের সঙ্গে এ বন্দুকযুদ্ধে কক্সবাজারের চকরিয়ার বানিয়ার ছড়া পাহাড়ি আমতলী গর্জন বাগানে বন্দুকযুদ্ধে তিন মাদককারবারি নিহত হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) ভোররাত ৩টা দিকে  ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে ৪৪ হাজার পিস ইয়াবা, দেশীয় তৈরি দুটি আগ্নেয়াস্ত্র, সাত রাউন্ড গুলি এবং ১৫ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়।

চকরিয়া থানার ওসি হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, বন্দুকযুদ্ধের ঘটনায় চার পুলিশ সদস্যও আহত হয়েছেন। নিহতরা সবাই চিহ্নিত ইয়াবাকারবারি। বিস্তারিত পরে জানানো হবে।