স্বস্তির বৃষ্টি পাবনায়

স্বস্তির বৃষ্টি পাবনায়

দমকা হাওয়া আর বৃ‌ষ্টির কার‌ণে তাপমাত্রা কিছুটা কমে যাওয়ায় স্বস্তি নে‌মেছে জনজীব‌নে।

টানা চারদিনের তীব্র ভ্যাপসা গরমের পর অবশেষে পাবনায় স্বস্তির বৃষ্টি হ‌য়ে‌ছে। অনেক প্রত্যাশিত ছিল এই বৃষ্টি।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১ টার দিকে বৃষ্টিপাত শুরু হলে এ স্বস্তি নামে নাগরিক জীব‌নে। বৃষ্টিতে ভিজে ছোট-বড় অনেকের আনন্দ করতে দেখা যায় বাড়ির ছাদে ও রাস্তায়।

এই বৃষ্টির মধ্যে শিল্পী আবদুল আলীমের সেই সুমধুর কন্ঠের গানের কলি ‘আল্লাহ্ মেঘ দে-পানি দে ছাইয়া দেরে তুই আল্লাহ্’ বলে গানের সুর ভাসতে থাকে। বৃ‌ষ্টি চলাকা‌লে কিছুটা দমকা হাওয়া ব‌য়ে যায়। দমকা হাওয়া আর বৃ‌ষ্টির কার‌ণে তাপমাত্রা কিছুটা কমে যাওয়ায় স্বস্তি নে‌মেছে জনজীব‌নে।

গতকাল পাবনায় স‌র্বোচ্চ তাপমাত্রা ছি‌লো ৩৫দশ‌মিক ৮ ডিগ্রি সেল‌সিয়াস। আজ বৃ‌ষ্টির পর দুপুর ২ টায় পাবনায় তাপমাত্রা ছি‌লো ৩১ ডি‌গ্রি সেল‌সিয়াস।