শেয়ারবাজার লুণ্ঠণকারীদের বিরুদ্ধে জনগণ আন্দোলনের জন্য প্রস্তুত : ফারুক

শেয়ারবাজার লুণ্ঠণকারীদের বিরুদ্ধে জনগণ আন্দোলনের জন্য প্রস্তুত   : ফারুক

ছবি সংগৃহিত।

দেশে অর্থপাচার, লুট, দুর্নীতির ভয়াবহ চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইফ জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘জনগণের টাকা নিয়ে যারা হোলি খেলছে কেন তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসছেন না? আপনি তাদেরকে দল থেকে বের করে দিয়ে প্রমাণ করুন- আপনার সরকার বালিশের দ্বিগুণ দাম নেয় না। প্রমাণ করুন শেয়ারবাজার লুণ্ঠনকারীরা আপনার দলের কেউ নয়।’

তিনি আরো বলেন, ‘সেটি আপনি দেখাবেন না। প্রমাণও করবেন না। কারণ একটাই- আপনি জনগণের ভোটে নির্বাচিত নন। জনগণের কাছে আপনার কোনও দায় নেই। কারণ জনগণ আপনাকে ভোট দেয় নাই।’

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ আন্দোলন কতৃক আয়োজিত শেয়ারবাজার লুটের প্রতিবাদে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ এর সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে এবং সংগঠনের প্রচার সম্পাদক গোলাম সরোয়ার সরকারের সঞ্চালনায় মানববন্ধনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, সহ-তথ্যবিষয়ক সম্পাদক কাদের গনি চৌধুরী, কৃষকদলের সদস্য মিয়া মো:আনোয়ার ও মৎস্যজীবী দলের আহ্বায়ক কমিটির সদস্য ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ বক্তব্য দেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, শেয়ারবাজার লুণ্ঠণকারীদের বিরুদ্ধে জনগণ আন্দোলনের জন্য প্রস্তুত আছে। জনগণ ইতোমধ্যে সংঘটিত হচ্ছে। এই অবৈধ সরকারের বিরুদ্ধে লড়াই করতে হবে। লড়াই করেই ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে। যারা গরিবের সম্পদ লুণ্ঠন করে শীততাপ নিয়ন্ত্রণ কক্ষে বসে আছে, যারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে তারা সবাই এই অবৈধ সরকারের, এই বিনাভোটের সরকারের, এই নির্যাতিত গুমকারী আওয়ামী সরকারের পরিবারের সদস্য।’