চলে গেলেন তিউনিসিয়ার প্রেসিডেন্ট এসেবসি

চলে গেলেন তিউনিসিয়ার প্রেসিডেন্ট এসেবসি

সংগৃহীত ছবি

 

তিউনিসিয়ার প্রেসিডেন্ট বেজি সাইদ এসেবসি বৃহস্পতিবার  মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯২ বছর। প্রেসিডেন্টের দপ্তর থেকে তার মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করা হয়েছে।

তিউনিসিয়ায় ২০১৪ সালে অনুষ্ঠিত প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট নির্বাচনে তিনি জয়লাভ করেন। বিশ্বের সবচেয়ে প্রবীণ রাষ্ট্রপ্রধানদের একজন ছিলেন তিনি। দীর্ঘ দিন ধরেই বার্ধক্যজনিত নানা রোগে ভূগছিলেন এসেবসি। তবে গত জুনে তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে।  
২০১১ সালে গণজাগরণের মাধ্যমে তিউনিশিয়ার স্বৈরশাসক জয়নুল আবেদিন বেন আলী ক্ষমতাচ্যুত হওয়ার তিন বছর পর দেশটিতে গণতান্ত্রিকভাবে প্রথম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। 
গণজাগরণ সফল হওয়ার পর কয়েক মাস তিনি অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় নয়া সংবিধান তৈরিতে ভূমিকা রাখেন। গত এপ্রিলে এসেবসি বলেছিলেন, তরুণদের সুযোগ করে দিতে তিনি আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না।