সিরাজগঞ্জে নৌকাডুবিতে ২ জনের মৃত্যু, ৫ জন নিখোঁজ

সিরাজগঞ্জে নৌকাডুবিতে ২ জনের মৃত্যু, ৫ জন নিখোঁজ

প্রতীকী ছবি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চলনবিলে নৌকাডুবিতে মৃত দুই বোনের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে ঝড় হাওয়ার সময় দুটি নৌকাডুবির ঘটনা ঘটে। তারা হলেন শাহজাদপুর উপজেলার জগন্নাথপুর গ্রামের বেলাল হোসেনের মেয়ে জয়নব খাতুন শিখা (৫) ও বিথি আক্তার বাসনা (৩)। 

অন্যদিকে সদর উপজেলার যমুনা নদীরবঙ্গবন্ধু সেতুর উত্তরে পিকনিকের নৌকা ডুবে পাঁচ জন নিখোঁজ রয়েছেন। যমুনায় নৌকাডুবিতে নিখোঁজ ব্যক্তিরা হলো, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মারুফ, মিজান, হাসি, শরীফ ও শাহাদত হোসেন।  

পুলিশ সূত্রে জান যায়, নৌকাটি মোহনপুর ঘাট থেকে ১০/১৫জন যাত্রী নিয়ে সুজাগ্রামের দিকে যাচ্ছিল। চলনবিলের মাঝখানে যাওযার পর ঝড়ো বাতাসের পাশাপাশি স্রোতের কারণে নৌকাটি ডুবে যায়। এতে দুই শিশু নৌকা ডুবির পরই মারা যায়।

অন্যদিকে, সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মনজিল হক জানান, টাঙ্গাইলের গোপালপুর থেকে ২২ জন যাত্রী নিয়ে একটি পিকনিকের নৌকা যমুনা নদীর বঙ্গবন্ধু সেতু এলাকায় ঘুরতে আসে। নৌকাটি সেতুর উত্তরপাশে পৌঁছালে ঝড়ো হাওয়া ও প্রবলস্রোতের কারণে ডুবে যায়। তাৎক্ষণিক আশপাশে থাকা অন্য দুটি নৌকা ১৭ জনকে উদ্ধার করতে পারলেও ৫ জন নিখোঁজ হয়।