ডেঙ্গুকে সহজভাবে নেওয়ার সুযোগ নেই :ওবায়দুল কাদের

ডেঙ্গুকে সহজভাবে নেওয়ার সুযোগ নেই :ওবায়দুল কাদের

ছবি সংগৃহিত।

   ডেঙ্গুকে সহজভাবে নেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একই সময় তিনি কথা না বলে কাজে মনোনিবেশ করতে স্বাস্থ্যমন্ত্রী ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনকে পরামর্শ দিয়েছেন।

শুক্রবার দুপুরে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

‘ডেঙ্গু মশার প্রজনন রোহিঙ্গাদের মতো, তাই এটি প্রতিরোধ করা যাচ্ছে না।’ এবং ‘ডেঙ্গু নিয়ে গুজব সৃষ্টি করা হচ্ছে।’ বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের এমন বক্তব্যের প্রেক্ষিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ডেঙ্গুকে সহজভাবে নেওয়ার কোন উপায় নেই। অন্যান্য দেশেও ডেঙ্গু ছড়িয়ে পড়েছে বলে আমরা যে নিজেদের দায়িত্ব উপেক্ষা করবো তার কোনো সুযোগ নেই।

তিনি বরেন, আমরা অনেক সময় দায়িত্বজ্ঞানহীন কথা বলি। সকলের দায়িত্বশীল কথা বলা উচিত। যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। তাই কথা না বলে যার যার কাজে মনোনিবেশ করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেন তিনি।

তিনি বলেন, এটার প্রকোপ আন্তর্জাতিকভাবে বাড়ছে। সে জন্য এটাকে উপেক্ষা করার কোনো কারণ নেই।