সৌদি যুবরাজের 'হিট স্কোয়াড' কানাডায়

সৌদি যুবরাজের 'হিট স্কোয়াড' কানাডায়

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান

তুরস্কের ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার স্টাইলে কানাডায়ও 'হিট স্কোয়াড' বা হত্যাকারী দল পাঠানোর অভিযোগ উঠেছে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে। তাতে টার্গেট করা হয়েছিল সৌদি আরবেরই সাবেক এক গোয়েন্দা কর্মকর্তাকে। তার নাম সাদ আল-জাবরি। ওই হত্যা ষড়যন্ত্র থেকে বেঁচে যাওয়া আল-জাবরি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এ নিয়ে সম্প্রতি মামলা করেছেন। এর পর বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসে।

মামলায় অভিযোগ করা হয়েছে, ২০১৮ সালের অক্টোবর মাসে তুরস্কের ইস্তাম্বুলের সৌদি কনসুলেটে খাসোগির হত্যা কাণ্ডের পরপরই ওই হিট স্কোয়াড পাঠিয়েছিলেন যুবরাজ। তবে সে হত্যা ষড়যন্ত্র ব্যর্থ হয়। হিট স্কোয়াডটি কানাডার পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশটিতে প্রবেশের সময় স্থানীয় গোয়েন্দাদের সন্দেহের চোখে পড়ে যায়। এ কারণে তারা সাদ আল-জাবরিকে হত্যা করতে ব্যর্থ হয়। জাবরি প্রায় তিন বছর আগে কানাডায় রাজনৈতিক আশ্রয় নেন এবং তখন থেকে তিনি দেশটিতে নিরাপত্তা সুরক্ষা ভোগ করছেন। ৬১ বছর বয়সী জাবরি সৌদি আরবে ব্রিটেনের এমআই-সিক্সসহ পশ্চিমা গুপ্তচর সংস্থাগুলোর তৎপরতা সম্পর্কে অবহিত বলে অভিযোগে দাবি করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, জামাল খাসোগি হত্যাকাণ্ডের দুই সপ্তাহ পর কানাডায় হিট স্কোয়াড পাঠান বিন সালমান। বিমানবন্দরে তাদের কাছে লাশ টুকরো করার যন্ত্র পাওয়া গেলে কানাডার ইমিগ্রেশন পুলিশ সন্দেহ করে। এরপর আর ওই মিশন সফল হয়নি। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে যুবরাজ মোহাম্মদ বিন সালমান বা রিয়াদ কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

২০১৮ সালের অক্টোবর মাসে খাসোগিকে সৌদি কনসুলেটে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয় এবং তার লাশ টুকরো টুকরো করে পোড়ানো হয় বলে বিভিন্ন সূত্রে জানা যায়। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনার পরপরই সৌদি কর্তৃপক্ষ ব্যাপক সমালোচনার মুখে পড়ে। পরে এ ঘটনায় জড়িত সন্দেহে যুবরাজের একজন উপদেষ্টাসহ সৌদির বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়। গোপনে তাদের বিচারও করা হয় বলে জানা যায়।

সূত্র: বিবিসি