বরগুনায় সিফাতের মুক্তির দাবিতে মানববন্ধনে পুলিশের লাঠিচার্জ

বরগুনায় সিফাতের মুক্তির দাবিতে মানববন্ধনে পুলিশের লাঠিচার্জ

সিফাতের মুক্তির দাবিতে মানববন্ধনে পুলিশের লাঠিচার্জ

পুলিশের গুলিতে নিহত সাবেক মেজর সিনহার সঙ্গে থাকা সিফাতের মুক্তির দাবিতে বরগুনায় মানববন্ধনে লাঠিচার্জ করেছে পুলিশ। ছত্রভঙ্গ করে দেয়া হয় কর্মসূচি। এসময় পুলিশের লাঠিচার্জে অন্তত ১০ জন আহত হন।

পুলিশ বলছে, অনুমতি ছাড়াই সরকার বিরোধী কর্মসূচির আয়োজন করায় ব্যবস্থা নেয়া হয়েছে।

শনিবার (৮ আগস্ট) দুপুরে বরগুনার বামনা উপজেলার পশ্চিম সফিপুর এলাকায় সাবেক মেজর সিনহার সঙ্গে থাকা সিফাতের মুক্তির দাবিতে মানববন্ধন করেন সিফাতের সহপাঠী ও এলাকাবাসী।

আন্দোলনরত একজন বলেন, 'সিফাত একটা ভালো ছেলে। তার জন্য মানববন্ধনে দাঁড়াইছি বলে পুলিশ মেরে আমাকে ফুলিয়ে দিছে।'

অনুমতি ছাড়া মানববন্ধন করার কারণ দেখিয়ে মানববন্ধনের ব্যানার ফেস্টুন ও মাইক ছিনিয়ে নেয় পুলিশ। তবে বাধা উপেক্ষা করে মানববন্ধন অব্যাহত রাখতে চাইলে, লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়া হয়।

বামনা থানা, বরগুনার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস আলী তালুকদার বলেন, 'সরকারের বিপক্ষে কাজ করছে আমার মনে হয়। না হয় কোনো তথ্য ছাড়াই মানববন্ধন করছে।'

এ ঘটনায় মানববন্ধনে অংশ নেয়া অন্তত ১০ জন আহত হয়েছেন।