ব্রাজিলে করোনায় মৃত্যু ছাড়াল ১ লাখ

ব্রাজিলে করোনায় মৃত্যু ছাড়াল ১ লাখ

দ্বিতীয় দেশ হিসেবে সর্বোচ্চ মৃত্যু দেখল ব্রাজিল।

শনিবার রাতেই করোনার জেরে ১ লক্ষ মৃত্যুর সংখ্যা পার করল ব্রাজিল। একই সঙ্গে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ লক্ষে। সে দেশের স্বাস্থ্যমন্ত্রনায়ের কাছে থাকা তথ্য অনুযায়ী এই রিপোর্ট সামনে এসেছে।

২১২ মিলিয়ন নাগরিকের দেশ ব্রাজিলে বর্তমানে মোট ৩ লক্ষ ১২ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত। মোট মৃত্যু হয়েছে ১ লক্ষ ৪৭৭ জনের। আমেরিকার পরেই করোনার জেরে বিশ্বে সর্বাধিক ক্ষতিগ্রস্থ দেশ ব্রাজিল।

শনিবার সে দেশের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে নতুন করে মৃত্যু হয়েছে ৯০৫ জনের। আক্রান্ত হয়েছেন ৪৯ হাজার ৯৭০ জন।

তবে বিশেষজ্ঞদের বক্তব্য, সরকারি পরিসংখ্যানে সম্ভবত খুব কম সংখ্যা উঠে আসছে। তাঁদের বক্তব্য সঠিক মাত্রায় পরীক্ষা করা হলে আক্রান্তের সংখ্যা দাঁড়াবে এর ছয় গুণ।

করোনার জেরে আমেরিকায় প্রতি মিলিয়নে মৃতের সংখ্যা ৪৮৭। ব্রাজিলে পরিসংখ্যান অনুযায়ী সেই সংখ্যা সামান্য কমে ৪৭৮। কিন্তু স্পেনে সংখ্যাটা ছিল ৬০৯ ও ইতালিতে ৫৮৩।

উল্লেখ্য, আমেরিকার বেশ কিছুদিন পড়ে ব্রাজিলে করোনার প্রকোপ দেখা দিয়েছিল। কিন্তু এরপর থেকেই সংক্রমণ বেড়েছে মারাত্মক হারে। ২০২০ সালের ২৬ ফেব্রুয়ারি ব্রাজিলের সাও পাওলোতে প্রথম করোনা আক্রান্তের হদিশ মেলে। প্রথম করোনার জেরে একজনের মৃত্যু হয় ১২ মার্চ।