আমি সাধারণ মানুষ!

আমি সাধারণ মানুষ!

আবু জাফর

-আবু জাফর 

আমি অতি সাধারণ মানুষ
বেঁচে থেকে দেখি হাজার ফানুস 
আমি বুঝিনা তোদের এত সব প্যাচ
শুধু বল কত বুক খালি করবি খুন- ধর্ষণে?
আমি বোকা তাই কি তরা বুঝ দিবি এটা-সেটা।
দিনশেষে আমিও বুঝতে হবে তুই সেরা।
আমার ভাইয়ের রক্ত নাকি পবিত্র ভালোবাসার।
সে রক্ত রাস্তায় আজ নোংরা পানির চেয়েও সস্তা। 

পশু-পাখিরা এ দুনিয়ায় কত শান্তিতে আছে।
মরতে হয় না যেখানে-সেখানে নিরাপত্তাহীনতায় ভুগে।
সন্তান হারা জননী গনের আর্তচিৎকারে ভবে।
তদের জুলুমে বজ্রাঘাত অতি শীঘ্রই পড়বে।

কবি: শিক্ষার্থী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।