করোনাভাইরাসেও সিগারেট কোম্পানীগুলোর রমরমা ব্যবসা

করোনাভাইরাসেও সিগারেট কোম্পানীগুলোর রমরমা ব্যবসা

ফাইল ছবি

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনাভাইরাসেও সিগারেট কোম্পানীগুলো রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। করোনাভাইরাস প্রাদুর্ভাবের আগেই তারা বিপুল পরিমাণ সিগারেট উৎপাদক করে মজুত করে রাখে বলে জানা গেছে। মজুতকৃত সিগারেট ধূমপায়ীদের এ সময়ে যোগান দিচ্ছে। এদিকে দেশীয় কুটির শিল্প বিড়ি কারখানা ও উৎপাদন বন্ধ হওয়ায় সিগারেট কোম্পানীগুলো একচেটিয়া ব্যবসা করছে। 

জানা যায়, বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাব লক্ষ করে বিপুল পরিমান সিগারেট তৈরী করে রাখে কোম্পানীগুলো। এদিকে এগিয়ে আছে বহুজাতিক কোম্পানী ব্রিটিশ আমেরিকান কোম্পানী। তারা বিপুল পরিমাণ সিগারেট তৈরী করে দোকানগুলোতে সরবরাহ করে। সিগারেট যেহুত মেশিনে তৈরী হয়। সেজন্য অল্প সময়ে প্রচুর পরিমাণ সিগারেট প্রস্তুত করতে পারে। প্রস্তুতকৃত সিগারেট দ্রুত সময়ে বাজারে সরবারাহ করে। উৎপাদন বন্ধ থাকলেও পূর্বে উৎপাদিক সিগারেট দিয়ে তারা ধূমপায়ীদের যোগান দিতে সক্ষম হচ্ছে। 

এদিকে বিড়ি উৎপাদনে শ্রমিক জড়িত হওয়ায় করোনাভাইরাসের কারণে বিড়ি উৎপাদন বন্ধ রয়েছে। বন্ধ হয়ে গেছে বিড়ি কারখানগুলো। বেকার জীবন যাপন করছে হাজার হাজার শ্রমিক। একদিকে  করোনার থাবা অন্যদিকে কর্মহীন এ মানুষগুলো মানবেতর জীবন যাপন করছে।

বিড়ি কারখানাগুলো বন্ধ হওয়ায় বিড়ি ভোক্তারা সিগারেটের দিকে ধাবিত হচ্ছে। ফলে একচেটিয়া ব্যবসা করছে সিগারেট কোম্পানীগুলো। একচেটিয়া ব্যবসার সুবাদে তারা হাজার হাজার কোটি টাকা মুনাফা পাচ্ছে। সুযোগ পাচ্ছে বিদেশে বড় অংকের টাকা পাচারের। এদিকে সরকার দৃষ্টি না দিলে দেশ বড় ধরণের ক্ষতির সম্মুখিন হবে বলে মনে করছে বিশেষজ্ঞরা।