কুড়িগ্রামে বাসের মুখোমুখি সংঘর্ষ

কুড়িগ্রামে বাসের মুখোমুখি সংঘর্ষ

মুখোমুখি সংঘর্ষে বাসদুটির সামনের অংশ ক্ষতিগ্রস্থ হয়।

কুড়িগ্রামে দু'টি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। কোনো মৃত্যু না হলেও এক নারীসহ ৮ জন আহত হয়েছেন। তাদেরকে জেলা শহরের জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন-আল আমিন (৩৫), রতন (৩৫), মিঠুন (৪০), হৃদয় (৪০), শাহজাহান আলী (৫৪), মর্জিনা (২৫), মিঠুন রায় (২০) ও আব্দুর রশীদ ( ৪৫)। 

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার শিবরাম মাদ্রাসাপাড় এলাকায় কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

সদর থানা পুলিশ সূত্রে জানা যায়, কুড়িগ্রাম থেকে ঢাকাগামী অজয় সুপার পরিবহনের একটি যাত্রীবাহী কোচ শিবরাম মাদ্রাসারপাড় এলাকায় পৌঁছলে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা সাদিকা পরিবহন নামের আরেকটি যাত্রীবাহী কোচ ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা আহসান পরিবহন নামক যাত্রীবাহী কোচ মুখোমুখি হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। অজয় সুপার পরিবহনের সাথে আহসান পরিবহর কোচের মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় ৮ জন যাত্রী আহত হন। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর।