রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মিয়ানমারের প্রতিনিধি দল

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে  মিয়ানমারের  প্রতিনিধি দল

ছবি সংগৃহিত।

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছে মিয়ানমারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। দেশটির পররাষ্ট্রসচিব মিন্ট থোয়ে'র নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল শনিবার বিমান যোগে সকাল ১০ টায় কক্সবাজার পৌছেন। প্রতিনিধি দলটি বিমান বন্দর থেকে হোটেল রয়েল টিউলিপে যান। ওখানে শরণার্থী ত্রান ও প্রত্যাবাসন কমিশনার, জেলা প্রশাসন সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তাদের সাথে বৈঠকের মাধ্যমে রোহিঙ্গাদের বর্তমান অবস্থা সম্পর্কে অবহিত হবেন। বৈঠক শেষে দুপুর ১ টার দিকে তারা রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেবে। দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। এরপর প্রতিনিধি দলটি বিকাল ৪ টার দিকে কুতুপালং ৪ নং ক্যাম্পে রোহিঙ্গাদের সাথে কথা বলবেন।

দুই দিনের সফরের মিয়ানমারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সাথে রয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানের দূযোর্গ ব্যবস্থাপনা বিষয়ক আহা সেন্টারের একটি প্রতিনিধি দলও। আহা সেন্টার ও মিয়ানমারের প্রতিনিধিদল একসাথে রোহিঙ্গাদের রাখাইনে ফিরিয়ে নিতে আলোচনার মাধ্যমে বোঝাবে। মিয়ানমার সরকার এদের জন্য যেসব কাজ করছে সেগুলো তুলে ধরবে এবং রোহিঙ্গাদের সর্বশেষ পরিস্থিত ঘুরে দেখবে।