যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়কসহ আটক ৫

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়কসহ আটক ৫

ফাইল ছবি

যশোর শিশু উন্নয়ন কেন্দ্র(বালক)-এ ৩ কিশোর হত্যায় যে নয় জন কর্মকর্তা,কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছিলো তার মধ্যে ৫ জনকে আটক দেখানো হয়েছে। আটককৃতদেরকে এই মামলার আসামী হিসেবে দেখানো হয়েছে। এই তথ্য আজ দুপুরে পুলিশ সুপার তার নিজস্ব কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান। তিনি আরও জানান, আটককৃতরা হলেন,প্রতিষ্ঠানটির তত্বাবধায়ক আবদুল্লাহ আল মাসুদ, সহকারী সুপার মাসুম বিল্লাহ, সাইকো সোস্যাল কাউন্সিলর মুশফিকুর রহমান,কারিগরি প্রশিক্ষক ওমর ফারুক ও শরীর চর্চা শিক্ষক শাহানুর আলম। এই মামলায় আরও যাচাই বাছাই ও তদন্ত করে আরও সঠিক তথ্য দেয়া যাবে বলে পুলিশ সুপার আরও জানান।

আজ দুপুরে আসামীদেরকে  সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় এবং সাত দিনের রিমান্ড চাওয়া হয়।

আগামী ১৭ তারিখে রিমান্ড শুনানীর দিন ধার্য করেন বিচারক মাহাদী হাসান। আজ ৫ জন সাক্ষীর জবানবন্দী নেয়া হচ্ছে। 

উল্লেখ্য গত বৃহস্পতিবার যশোর শিশু উন্নয়ন কেন্দ্র (বালক)-এ মারামারির ঘটনায় ৩ জন নিহত ও ১৪ জন আহত হয়েছে।