রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের ষড়যন্ত্র মেনে নেয়া হবে না : নুর হোছাইন কাসমী

রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের ষড়যন্ত্র মেনে নেয়া হবে না : নুর হোছাইন কাসমী

আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জমিয়তে উলামায়ে ইসলাম এই মানববন্ধনের আয়োজন করে ।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নুর হোছাইন কাসমী বলেছেন, সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের কোনো ষড়যন্ত্র মেনে নেয়া হবে না। বরং দেশে কুরআন-সুন্নাহভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে হবে। কেউ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করলে সরকারের উচিত এখনই বন্ধ করে দেয়া।

আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জমিয়তে উলামায়ে ইসলাম আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

জমিয়তের সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফীর সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তৃতা করেন, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, মাওলানা ফজলুল করিম কাসমী, মাওলানা মনির হোসেন প্রমুখ।