যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান কোয়াটসের পদত্যাগ

যুক্তরাষ্ট্রের  গোয়েন্দা প্রধান কোয়াটসের পদত্যাগ

ছবি সংগৃহিত।

মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক ড্যান কোয়াটস পদত্যাগ করেছেন। এর মধ্য দিয়ে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের গুরুত্বপূর্ণ পদ থেকে আরও একজন বিদায় নিলেন। এদিকে নতুন গোয়েন্দা প্রধান হিসেবে টেক্সাসের কংগ্রেসম্যান জন র‍্যাটক্লিফকে দায়িত্ব দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেয়া এক বার্তায় তিনি জানান, আগামী আগস্ট মাসের মাঝামাঝি সময়ে সদ্য পদত্যাগকৃত কোয়াটসের স্থলে দায়িত্বগ্রহণ করবেন টেক্সাসের কংগ্রেসম্যান জন র‍্যাটক্লিফ।

রাশিয়া ও উত্তর কোরিয়া ইস্যুতে সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প এবং ড্যান কোয়াটসের সম্পর্কে টানাপোড়েন চলছিল। তাছাড়া চলতি বছরের জানুয়ারিতে ইরানের হুমকি ইস্যুতে ট্রাম্প তার গোয়েন্দা বিভাগের প্রধানের প্রতিবেদনকে ‘অকাজের এবং নিতান্তই সাদাসিধে’ বলে উল্লেখ করেছিলেন।