সঞ্চয়পত্রের মুনাফায় পাঁচ লাখ টাকা পর্যন্ত ৫ শতাংশ কর

সঞ্চয়পত্রের মুনাফায় পাঁচ লাখ টাকা পর্যন্ত ৫ শতাংশ কর

ছবি সংগৃহিত।

সব ধরনের সঞ্চয়পত্রে পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে প্রাপ্ত মুনাফার ওপর ৫ শতাংশ উৎসে কর দিতে হবে। তবে পাঁচ লাখ টাকার বেশি সঞ্চয়পত্রের ক্ষেত্রে ১০ শতাংশ করারোপের সিদ্ধান্ত বহাল থাকবে। সোমবার দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের একথা জানান।

এর আগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূইয়ার সঙ্গে বৈঠক করেন তিনি।সঞ্চয়পত্রে স্বল্প আয়ের মানুষের বিনিয়োগের কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান অর্থমন্ত্রী।

এর আগে গত ৪ জুলাই জাতীয় সঞ্চয় অধিদপ্তরের এক আদেশে বলা হয়, নতুন অর্থবছরে সঞ্চয়পত্রের মুনাফার ওপর আরোপ করা ১০ শতাংশ উৎসে কর ১ জুলাই থেকে কার্যকর করা হয়েছে। ওইদিন থেকে যারা সঞ্চয়পত্র কিনছেন, তাদের ওপর এ হার আরোপ করার পাশাপাশি আগে থেকে যারা সঞ্চয়পত্রে বিনিয়োগ করেছেন, সেগুলোর মুনাফা থেকেও ১০ শতাংশ কর কাটা হবে।