মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট গাইয়ুম করোনায় আক্রান্ত

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট গাইয়ুম করোনায় আক্রান্ত

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মামুন আবদুল গাইয়ুম । ফাইল ছবি।

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মামুন আবদুল গাইয়ুম কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার রাতে এক টুইটে তিনি নিজেই এ খবর জানিয়েছেন। খবর বার্তা সংস্থা রয়টার্স।

টুইটে তিনি বলেছেন, ‘পরীক্ষায় আমার কোভিড-১৯ পজিটিভ এসেছে। মহান আল্লাহ আমার ও অসুস্থ অন্যান্যদের দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য লাভে সহায় হোন।’

বর্তমানে ৮১ বছর বয়সী গাইয়ুম ১৯৭৮ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত টানা ৩০ বছর ধরে মালদ্বীপের প্রেসিডেন্ট ছিলেন। এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকা নেতাদের অন্যতম তিনি।

মালদ্বীপের স্বাস্থ্য সুরক্ষা সংস্থা জানিয়েছে, দেশটিতে শনাক্ত মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা ৭ হাজার ৪৭ জন এবং তাদের মধ্যে ২ হাজার ৫৮০ জন এখন চিকিৎসাধীন আছেন।