৫০ জেলায় ছড়িয়ে পরেছে ডেঙ্গু

৫০ জেলায় ছড়িয়ে পরেছে ডেঙ্গু

ছবি সংগৃহিত।

আশঙ্কাজনক হারে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৬ জন।

ডেঙ্গু এখন সারাদেশে ছড়িয়ে পড়েছে। এ পর্যন্ত ৫০ জেলায় ডেঙ্গুর অস্তিত্ব পাওয়া গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৫ জুলাই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৫৪৭জন। তা বেড়ে ২৬ জুলাই এ সংখ্যা দাঁড়ায় ৬০৩ জনে। অনুরূপভাবে ২৭ জুলাই ৬৮৩ জন, ২৮ জুলাই ৮২৪জন এবং আজ ২৯ জুলাইয়ে এ সংখ্যা ১০৯৬ জনে এসে দাঁড়িয়েছে।অর্থাৎ মাত্র ৫ দিনের ব্যবধানে আক্রান্তের সংখ্যা দ্বিগুনেরও বেশি।

বর্তমানে ৩ হাজার ৮৪৭জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসাপাতালে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে ২৬৫ জন আছেন বেসরকারি হাসপাতালে। বাকীরা বিভিন্ন সরকারি হাসপাতাল, মেডিকেল কলেজ এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চিকিৎসাধীন।এ বছর অর্থাৎ গত ১ জানুয়ারি থেকে অদ্যাবধি ১৩ হাজার ৬৩৭ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোলরুমের সহকারী পরিচালক ডা. আয়েশা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।সরকারি হিসাবে এ পর্যন্ত আটজন মৃত্যুবরণ করেছেন। যদিও বেসরকারি হিসেবে এ সংখ্যা অনেক বেশি বলে দাবি করা হচ্ছে।