ভবের হাটে অসহায় পথিক

ভবের হাটে অসহায় পথিক

মোঃ ওমর ফারুক

মোঃ ওমর ফারুক

মিষ্টি রোদে ঘুরতে এসে পেলাম সূর্যের তাপ,
দীর্ঘশ্বাসে জীবন গেলো এটাই বড্ড পাপ।
এই ভবের হাটে, বৈচিত্র্যময় কতই না রঙ্গমঞ্চ।
প্রকৃতিতে খুঁজে বেড়াই জীবনের স্বাদ।

পরাধীন আছি আমি, নেইকো স্বাধীনতা!
একফোঁটা ও পাইনা খুঁজে জীবনের স্বার্থকতা।
ব্যার্থতায় ঘেরায় জীবন, সফলতার লেশ নাই।
চিন্তায় বিভোর কেমনে কাটবে এই পুরো জীবন।

স্বার্থবাজরা পালিয়ে গেছে, দেখে আড়াল থেকে।
একবার,আমি সফল হলে হাততালি দিবে।
আশা হতাশায় ডুবে আছি পাবো কি স্বার্থকতা।
জীবন নামের সিন্ধুতে নৌকা বিহীন মাঝি একলা।  

হাবুডুবু খাচ্ছি কূল কিনারা নাই এই অ বেলায়।
সর্বক্ষনে ভাবছি আমি পৌছাবো কবে রঙ্গিন ঠিকানায়।
রবি উদয় শশী উদয় শীতের হিমেল হাওয়া বয়।  
গ্রীষ্মের দাবাহে ঋতুবদল হয়।

জোয়ার ভাটায় অর্ণবের ঊর্মির প্রহর গুনতে হয়।
কবে দেখা দিবে প্রত্যাশিত ফল সেই আশায় পথ চেয় রয়।
ভবের হাটে এই সংসারে কত মানব আছে
সব মানবের নীতিকর্ম ভিন্ন রূপে ভিন্ন সাজে।


নাঙ্গলকোট, কুমিল্লা।