পাকিস্তানে সামরিক বিমান দুর্ঘটনায় ১৭জন নিহত

পাকিস্তানে সামরিক বিমান  দুর্ঘটনায় ১৭জন নিহত

ছবি সংগৃহিত।

পাকিস্তানে একটি সামরিক বিমান আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন কমপক্ষে ১৭ জন। নিহতদের মধ্যে রয়েছেন বিমানের ৫ জন ক্রু ও ১২ জন সাধারণ মানুষ। এ ঘটনা ঘটেছে রাওয়ালপিন্ডি শহরে। এতে আহত হয়েছেন ১২ জন। আকারে ছোট ওই বিমানটি নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটে ছিল। অকস্মাৎ এটা বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। এতে কয়েকটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। তবে কি কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায় নি।বিমানটি পাকিস্তান সেনাবাহিনীর বেসামরিক ইউনিটের অংশ। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
 
ঘটনার পর স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সাদিক বলেছেন, বিকট শব্দে আমি জেগে উঠেছি। শুনতে পাই মানুষ আর্তনাদ করছে। তাদেরকে সাহায্য করার চেষ্টা করলাম। কিন্তু আগুন ছিল ভয়াবহ আকারে। এত তীব্রতা ছিল যে, কাছে পর্যন্ত যাওয়া যায় নি। আরেকজন অধিবাসী বলেছেন, বিমানটি বিধ্বস্ত হওয়ার আগেই তাতে আগুন ধরে গিয়েছিল।
 এর আগে ২০১০ সালে একটি বেসামরিক বিমান বিধ্বস্ত হয় রাজধানী ইসলামাবাদের কাছে। তাতে এর আরোহীদের ১৫২ জনের সবাই নিহত হন।