ফের লকডাউনের ‍দিকে ফ্রান্স, এক দিনে ৭ হাজারের বেশি আক্রান্ত

ফের লকডাউনের ‍দিকে ফ্রান্স, এক দিনে ৭ হাজারের বেশি আক্রান্ত

ফাইল ছবি।

মার্চ মাসে ফ্রান্স ছিল করোনার মৃত্যুপুরী। এপ্রিলের শুরু থেকে করোনা হামলা কমতে থাকে। শুক্রবার নতুন করে ৭ হাজার ৩৭৯ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে। এর জেরে ফের লকডাউন শুরু করতে চলেছে ফ্রান্স সরকার।

ওয়ার্ল্ডোমিটার জানাচ্ছে, ফ্রান্সে এখনও পর্যন্ত মৃত ৩০ হাজারের বেশি। কিন্তু সংক্রমণ কমতে থাকায় ক্রমে স্বাভাবিক হতে শুরু করে ফরাসি জনজীবন। লকডাউন তুলে নেওয়া হয়।

বিবিসি বলছে, ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রনালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, আশঙ্কাজনক হারে বাড়ছে সংক্রমণ।

তবে সংক্রমণের সংখ্যা বাড়লেও বৃদ্ধি পেলেও হাসপাতালে রোগী আসার হার ও মৃত্যুর সংখ্যা কম। ফের লকডাউনের কথা ভাবছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। তিনি বলেন, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দ্বিতীয় দফায় লকডাউনের ঘোষণা হতে পারে।