তুরস্কে ৯৮তম বিজয় দিবস উদযাপন

তুরস্কে ৯৮তম বিজয় দিবস উদযাপন

কামাল আতাতুর্কে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

বর্ণাঢ্য অনুষ্ঠানে তুরস্কের ৯৮তম বিজয় দিবস পালিত হয়েছে আজ রবিবার।

১৯২২ সালের এই দিনে( ৩০ আগস্ট) গ্রীক সেনাবাহিনী ও মিত্র বাহিনীকে চূড়ান্তভাবে পরাজিত করেছিল তুরস্কের সেনাবাহিনী।

বিজয় দিবস উপলক্ষে আধুনিক তুরস্কের জনক কামাল আতাতুর্কে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানসহ সরকারের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এক বার্তায় লিখেন, ‘বিভিন্ন ক্ষেত্রে আমাদের অর্জন এ ইঙ্গিত বহন করছে যে দেশের সামগ্রিক কল্যাণ ও অধিকার রক্ষায় আমরা সদা তৎপর। আমরা ২০২৩ সারে আমাদের বিজয়ের শততম বর্ষ পালন করব। আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ যে তখন আমাদের দেশ অর্থনীতি, সেনাবাহিনী, রাজনীতি ও কূটনৈতিক ক্ষেত্রে আরো সফলতা বয়ে আনবে।’

পূর্ব-ভূমধ্য সাগরের সীমারেখা নিয়ে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, ‘তুরস্ক বিশেষত ভূমধ্যসাগরের বিষয়ে কোনো হুমকি-ধমকিতে মাথা নত করবে না। বরং আন্তর্জাতিক আইন ও দ্বিপক্ষীয় চুক্তির আলোকে নিজেদের অধিকার সংরক্ষণ করবে।’

সূত্র : আনাদোলু এজেন্সি