মিসরে সামরিক অভিযানে ৭০ চরমপন্থী নিহত

মিসরে সামরিক অভিযানে ৭০ চরমপন্থী নিহত

ফাইল ছবি

মিসরের সিনাইয়ে সামরিক অভিযানে কমপক্ষে ৭০ চরমপন্থী নিহত হয়েছেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সাত সদস্যও হতাহত হয়েছেন।

রোববার মিসরের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গত ২২ জুলাই থেকে ৩০ আগস্ট এ অভিযান চালানো হয়। এতে উত্তর সিনাইয়ে ৭০ চরমপন্থী নিহত হয়েছেন। 

বিবৃতিতে বলা হয়, অভিযান চলাকালে সংঘর্ষে তিন কর্মকর্তা ও চার সেনা হতাহত হয়েছেন।

মিশর ২০১৩ সালের জুলাইয়ে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে চরমপন্থীরা কয়েকশ পুলিশ সদস্য, সেনা ও বেসামরিক নাগরিককে হত্যা করেছে বলে জানা গেছে।

২০১৮ সালের ফেব্রুয়ারিতে মিশরের নিরাপত্তা বাহিনী উত্তর সিনাইকে কেন্দ্র করে দেশব্যাপী অভিযান শুরু করে।

সরকারি হিসাব অনুযায়ী, এ অঞ্চলে সামরিক অভিযানে ৯৩০ জনেরও বেশি সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছেন। এসব অভিযানে নিরাপত্তা বাহিনীরও কয়েক ডজন সদস্য প্রাণ হারান।