ফের উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ

ফের  উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র  উৎক্ষেপণ

ছবি সংগৃহিত।

এক সপ্তাহের কম ব্যবধানে উত্তর কোরিয়া দ্বিতীয়বারের মতো দুটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে। আগামী আগস্টে হতে যাওয়া যুক্তরাষ্ট্রের সাথে দক্ষিণ কোরিয়ার পরিকল্পিত সামরিক মহড়া নিয়ে উত্তর কোরিয়া ক্ষুব্ধ। প্রতিদ্বন্দ্বীদের কাছ থেকে পারমাণবিক অস্ত্র নিরস্ত্রকরণে ছাড় পাওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের ওপর একটা চাপ প্রয়োগের চেষ্টাও হতে পারে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ বলেন, বুধবার ভোরে উত্তর কোরিয়ার ওনসান এলাকা থেকে ক্ষেপণাস্ত্র দুটি ছোড়া হয়।

তিনি জানান, এবারের ক্ষেপণাস্ত্র দুটি সর্বোচ্চ ৩০ কিলোমিটার উপরে উঠে ২৫০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে জাপান সাগরে গিয়ে পড়েছে।এক বিবৃতিতে জয়েন্ট চিফ অব স্টাফ বলেন, উত্তর কোরিয়ার বারংবার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা কোরিয়া উপদ্বীপে উত্তেজনা হ্রাসের জন্য সহায়ক নয়। আমরা তাদেরকে (উত্তর কোরিয়া) এমন আচরণ বন্ধের আহ্বান জানাচ্ছি।’