জয়পুরহাটে সেপটিক ট্যাংকে নেমে ৬ শ্রমিকের মৃত্যু

জয়পুরহাটে সেপটিক ট্যাংকে নেমে ৬ শ্রমিকের মৃত্যু

ছবিঃ প্রতীকী

জয়পুরহাটে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে সেখানে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে ছয়জন শ্রমিক মারা গেছেন। আজ (৩১ জুলাই) আক্কেলপুর উপজেলার জাফরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- আক্কেলপুর উপজেলার সজল মিয়া (২৯), শিহাব হোসেন (১৮), শাহিন আকন্দ (৩০), প্রিতম চন্দ্র মোহন্ত (১৯), গণেশ চন্দ্র মোহন্ত (৪৫) এবং বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার মুকুল মিয়া (২৫)।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কিরণ কুমার রায় জানান, সকাল ৯টার দিকে শাহিন আকন্দ সেফটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন। পরে তার কোনো সাড়া না পেয়ে বাকি পাঁচজন শ্রমিকও তাকে উদ্ধার করতে নেমে অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা গিয়ে উদ্ধার কাজ শুরু করেন। ওসি জানান, ওই সেপটিক ট্যাংক থেকে তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়।নিহত শ্রমিকদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন ওসি।