মেসির বাবার বৈঠকে কোনো সমঝোতা হয়নি

মেসির বাবার বৈঠকে কোনো সমঝোতা হয়নি

আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি

ছেলের ভবিষ্যৎ নির্ধারণে বার্সেলোনা প্রেসিডেন্ট হোসে মারিয়া বার্তেম্যুর সাথে মেসির বাবা হোর্হে মেসি বুধবার যে বৈঠক করেছেন তা কোনোরকম সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। বিষয়টির দিকে নজর রাখা একজন বার্তা সংস্থা এপিকে এ কথা জানিয়েছে।

সূত্রটি জানিয়েছে, আর্জেন্টাইন তারকার বার্সেলোনা ছাড়ার বিষয়ে দু’জনের মধ্যে প্রায় ৯০ মিনিট আলোচনা হয়েছে। কিন্তু এ ব্যাপারে কোনো ছাড় দিতে চাচ্ছে না ক্লাবটি।

গত সপ্তাহে ৩৩ বছর বয়সী লিওনেল মেসি বার্সেলোনাকে জানিয়ে দেন তিনি আর তাদের সাথে থাকতে চাচ্ছেন না। ক্লাবটির সাথে তার চুক্তি ২০২১ সালের শেষ পর্যন্ত হলেও রিলিজ ক্লজের মাধ্যমে তিনি এ অব্যাহতি দাবি করেন। কিন্তু ক্লাবটি বলছে, ওই ক্লজের মেয়াদ গত জুনে শেষ হয়ে গেছে।

বুধবারের বৈঠকে মেসির পক্ষে তার ভাই রড্রিগো ও তার একজন আইনজীবীও উপস্থিত ছিলেন। কোনোরূপ সমঝোতা না হলেও বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ ছিল বলে জানা গেছে।

পরবর্তীতে আবার কোনো বৈঠক হবে কি-না বা এ বিষয়ে আর কি পদক্ষেপ নেয়া হচ্ছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

বার্সেলোনা বলছে, তারা এখনো বিশ্বাস করেন মেসি তাদের ছেড়ে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত পাল্টাবেন।

মেসির বাবা, যিনি তার এজেন্টও, বুধবার ভোরে আর্জেন্টিনা থেকে স্পেন উড়ে যান। তবে তিনি মিডিয়ার সাথে খুব একটা কথা বলেননি।

সূত্র : এনবিসি নিউজ