পাবনা-৪ আসন উপনির্বাচন: সকল প্রার্থীর মনোনয়ন বৈধ

পাবনা-৪ আসন উপনির্বাচন: সকল প্রার্থীর মনোনয়ন বৈধ

জাতীয় সংসদের পাবনা-৪ আসনের উপনির্বাচনে মনোনয়ন জমা দেওয়া তিন প্রার্থীকেই বৈধ ঘোষণা করেছে ইসি।

জাতীয় সংসদের পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের উপনির্বাচনে মনোনয়ন জমা দেওয়া তিন প্রার্থীকেই বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর পাবনা জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল লতিফ শেখ এ তথ্য জানান।

তিনি জানান, বৈধ প্রার্থীরা হলেন-আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নূরুজ্জামান বিশ্বাস, বিএনপির হাবিবুর রহমান হাবিব এবং জাতীয় পার্টির রেজাউল করিম।

এর আগে বুধবার এই তিন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। আগামী ৮ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।

দু’টি উপজেলা (ঈশ্বরদী-আটঘরিয়া) এবং দু’টি পৌরসভা ও ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত পাবনা-৪ আসনটি । এ আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ১২৯টি। মোট ভোটার ৩ লক্ষ ৮১ হাজার ১১২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৯১ হাজার ৬শ’ ৯৭ জন এবং নারী ভোটার রয়েছেন ১ লক্ষ ৮৯ হাজার ৪শ’১৫ জন। 

আগামী ২৬ সেপ্টেম্বর এ আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। 

উল্লেখ্য, সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু এমপির মৃত্যুতে আসনটি শূন্য হয়।