লাল-নীল গল্প

লাল-নীল গল্প

নওরীন নুসরাত

নওরীন নুসরাত-

আমাকে কিছু গল্প শোনাতে পারো? 
মন ভালো করার গল্প? 
মিথ্যা যদি রাখতেই হয় তাতে,
তবে থাক না হয় অল্প।

লাল-নীল রঙ্গীন সেই গল্পগুলোতে
থাকেনা যেনো কোন কষ্ট। 
থাকেনা যেনো বিচ্ছেদের যন্ত্রনা আর 
সেইসব ছেড়ে যাওয়ার মিথ্যা অজুহাত। 

কিছু গল্প শোনাতে পারো?
বাস্তব যদি নাও হয় সেগুলো -
একটু না হয় মেকি ও রেখো। 
তবুও গল্পগুলোতে যেনো থাকে 
কেবল মন ভালো করার মন্ত্র। 

এই যেমন ধরো ... 
খুব সাদাসিধে এক সফল প্রেমের গল্প।
যে প্রেম শুরু হয়েছিলো প্রতিশ্রুতি দিয়ে,
ভেঙ্গে যায়নি কোনো মিথ্যা বাহানাতে।

অথবা ধরো...
নিতান্ত হাসিখুশি উচ্ছ্বল এক কিশোরীর গল্প,
যার জীবন শুরু হয়েছিলো রঙ্গীন স্বপ্ন নিয়ে,
শেষ হয়ে যায়নি কোনো হঠাৎ নিষ্ঠুরতাতে।

আবার ধরো...
এক গর্বিত-আনন্দিত বৃদ্ধ বাবা-মায়ের গল্প।
যারা সন্তান বড় করেছিলেন এক বুক আশা নিয়ে
যেগুলো ম্লান হয়নি বৃদ্ধাশ্রমের দেয়ালগুলোতে।

আরো কিছু গল্প শোনাতে পারো?
এক সুখী দাম্পত্য জীবনের গল্প।
কিংবা সুখের কোনো সংসার
অথবা এক নির্জন অথচ ধর্ষণহীন রাস্তার
নিরাপদ সড়ক কিংবা ন্যায় বিচার পাওয়ার

পারো শোনাতে এমন কিছু গল্প?
যে গল্পে কালো মেয়েরাও প্রশংসা পায় অল্প
স্থূলতা যে গল্পে নয় একেবারেই মুখ্য
বেকারত্ব যে গল্পে অভিশাপ হিসেবে থাকেনা,
হতাশা যেখানে একেবারেই স্থান পায়না।

পারো শোনাতে সেইসব মন ভালো করার গল্প?
মিথ্যা যদি রাখতেই হয় তাতে, 
তবে থাক না হয় অল্প।

কবি: শিক্ষার্থী, ল' এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ,
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।