ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় চার রোগী হাসপাতালে ভর্তি

ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় চার রোগী হাসপাতালে ভর্তি

ফাইল ফটো

দেশে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চার রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টর ও কন্ট্রোল রুমের দেয়া তথ্যমতে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১৩ রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালেই আছেন ১২ জন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ৪৩৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৪২২ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে এখন পর্যন্ত একটি মৃত্যুর তথ্য প্রেরিত হয়েছে। তবে আইইডিসিআর পর্যালোচনা সমাপ্ত করে মৃত্যুটি ডেঙ্গুজনিত নয় বলে নিশ্চিত করেছে।

গত বছর দেশে ডেঙ্গুর ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দেয় এবং সরকারি পরিসংখ্যান অনুসারে মশাবাহিত এ রোগে ওই বছর ১৭৯ জন মারা যান। ইউএনবি