বিশ্বে একদিনে রেকর্ড সংখ্যক করোনা শনাক্ত

বিশ্বে একদিনে রেকর্ড সংখ্যক করোনা শনাক্ত

প্রতীকী ছবি

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে থমকে আছে গোটা বিশ্ব। প্রতিদিন করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে হাজার হাজার মানুষ।বিশ্বে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্তের রেকর্ড তৈরি হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।বিশ্বে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩ লাখ ৭ হাজার ৯৩০ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এর আগে একদিনে এতো মানুষ আক্রান্ত হননি।
এর আগে একদিনের সর্বোচ্চ সংক্রমণ ছিল ৩ লাখ সাড়ে ৬ হাজার প্রায়। বিশ্বের অনেক দেশ এই মুহূর্তে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ায় সংক্রমণের সংখ্যা বাড়ছে বলে মনে করছে সংস্থাটি।
সংস্থাটি জানিয়েছে, রবিবার রেকর্ড সর্বোচ্চ সংক্রমণের দিনে ভারত, যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে সবচেয়ে বেশি মানুষ কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। একইদিন বিশ্বজুড়ে আরও ৫ হাজার ৫৩৭ জন রোগী মারা যান। ভাইরাসে মোট মৃতের সংখ্যা এখন প্রায় ৯ লাখ ৩০ হাজার। সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ভারত, যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলে।বিশ্বে এখন ২৮ লাখের বেশি নিশ্চিত রোগী শনাক্ত হয়েছে, যাদের অর্ধেকই আমেরিকা মহাদেশের বাসিন্দা।