জরিপে বাইডেনকে ছুঁতে পারছেন না ট্রাম্প

জরিপে বাইডেনকে ছুঁতে পারছেন না ট্রাম্প

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে শুরু হয়েছে নানা হিসাব-নিকাশ। সবচেয়ে জটিল প্রক্রিয়ায় চলে এই ভোট। এর হিসাব অন্য যেকোনো দেশের চেয়ে জটিল। এবার এতে মুখোমুখি বর্তমান প্রেসিডেন্ট রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প ও সাবেক ভাইস প্রেসিডেন্ট ডেমোক্র্যাট জো বাইডেন। সাধারণত নির্বাচন এলেই শুরু হয় নানা জরিপ। কার চেয়ে কে এগিয়ে আছেন তা নিয়ে চলে চুলচেরা বিশ্লেষণ।

এবারো তেমনটা শুরু হয়েছে। প্রশ্ন করা হচ্ছে কে এগিয়ে- ট্রাম্প নাকি বাইডেন? বছরের শুরু থেকে জাতীয় জনমত জরিপে ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন জো বাইডেন। এসব জরিপে শতকরা ৫১ ভাগ মানুষ সমর্থন করছেন জো বাইডেনকে। অন্য দিকে শতকরা ৪৩ ভাগ সমর্থন করছেন ট্রাম্পকে। ব্যাটলগ্রাউন্ডে এগিয়ে বাইডেন

এ মুহূর্তে ব্যাটলগ্রাউন্ড রাজ্যগুলোতে ভালো অবস্থানে আছেন জো বাইডেন। তবু অনেক পথ, কণ্টকিত পথ এখনো বাকি। এমন অবস্থা দ্রুত পাল্টে যেতে পারে। বিশেষ করে, যখন ট্রাম্প এসব রাজ্যে জোরালো প্রচারণা চালাবেন। বিবিসি