বড় জমায়েতের ঘোষণা ‘৩৫ চাই’ আন্দোলনকারীদের

বড় জমায়েতের ঘোষণা ‘৩৫ চাই’ আন্দোলনকারীদের

ছবি:সংগৃহীত

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে মানববন্ধন করেছেন বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিনাজপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এসময় দাবি মানা না হলে শিগগিরই শাহবাগে বড় জমায়েতের ঘোষণা দেন চাকরিপ্রার্থীরা।

দিনাজপুরের মানববন্ধনে অংশ নেন বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ইমতিয়াজ হোসেন। তিনি বলেন, আমাদের দাবির পক্ষে সারাদেশে জনসমর্থন তৈরি হয়েছে। চাকরিপ্রার্থীরা চান চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করা হোক। অন্যথায় সারাদেশে গণজোয়ার সৃষ্টি করে শিগগিরই শাহবাগে বড় জমায়েত করা হবে।

তিনি বলেন, আমরা এখন বিভিন্ন থানায় ও জেলায় এ কর্মসূচি পালন করছি। এসব কর্মসূচিতে সাড়াও পাচ্ছি। এভাবে সবাইকে সংগঠিত করে আমরা শাহবাগে বড় আকারে কর্মসূচি পালন করতে চাই।

বক্তারা বলেন, আমাদের পড়াশোনা শেষ করতেই ২৭/২৮ বছর চলে যাচ্ছে। ফলে চাকরি পাচ্ছি না। এজন্য চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার বিকল্প নেই। আমাদের সবার কথা চিন্তা করে চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করা হোক।