বিশ্বকর্মা পূজা উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি ও রপ্তানি বন্ধ

বিশ্বকর্মা পূজা উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি ও রপ্তানি বন্ধ

ফাইল ফটো

ভারতীয় সীমান্তে আটকা পড়া পেঁয়াজ বোঝাই ট্রাক বাংলাদেশে প্রবেশ করা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আজ বৃহস্পতিবার বিশ্বকর্মা পূজা উপলক্ষে ভারতীয় সীমান্তের সকল বন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে। শুক্র ও শনিবার সরকারি ছুটি থাকার কারণে বন্ধ থাকবে বেনাপোল বন্দর।

বেনাপোল বন্দরের উপপরিচালক মামুন তরফদার বলেন, সরকারি ছুটি থাকলে ও স্বাভাবিক থাকবে বন্দরের উঠা-নামা কার্যক্রম। মামুন আরও বলেন, শুক্র ও শনিবার সরকারি ছুটি থাকার পরও ভারতীয় কর্তৃপক্ষ তাদের বন্দরে আটকা পড়া পেঁয়াজের চালান যদি বেনাপোল বন্দরে পাঠায় তাহলে বেনাপোল বন্দর কর্তৃপক্ষ তা গ্রহণ করবে। রোববার সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকবে ভারতীয় পেট্রপোল বন্দর।

ফলে দুই দেশের বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠি চালাচালি করেও কবে বা কখন ভারতীয় সীমান্তে আটকে থাকা পেঁয়াজ বোঝাই ট্রাক গুলো বাংলাদেশে প্রবেশ করবে তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।