ইন্টারন্যাশনাল ওয়েবিনার আয়োজন করলো পাবনার মুক্তিযোদ্ধা সন্তানেরা

ইন্টারন্যাশনাল ওয়েবিনার আয়োজন করলো পাবনার মুক্তিযোদ্ধা সন্তানেরা

ওয়েবিনারের অতিথিবৃন্দ।

“মহান মুক্তিযুদ্ধের চেতনায় পাবনা” শিরোনামে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ওয়েবিনারের আয়োজন করেছে পাবনায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা ইউনিট। শুক্রবার(১৮ সেপ্টেম্বর) রাত ৯টায় মুজিব বর্ষে আয়োজিত অনলাইনে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির  মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এম.পি।
 
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, জেলা ইউনিট কমান্ড পাবনার উপদেষ্টা মন্ডলীর সদস্য গোলাম ফারুক প্রিন্স এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১৯৭৯ সালের গণপরিষদ নির্বাচনের নির্বাচিত সদস্য  ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম হাসনায়েন এবং বিশেষ অতিথি ছিলেন পাবনার ঈশ্বরদী উপজেলার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস।

ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়ান বাংলাদেশ এর প্রেসিডেন্ট প্রফেসর মোঃ রশীদুল হাসান। আমন্ত্রিত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনাট্য লেখক, পরিচালক ও অভিনেতা মাসুম আজিজ, জেলা শিল্পকলা একাডেমি, পাবনার কালচারাল অফিসার মারুফা মঞ্জরী খান সৌমি, সন্তান কমান্ড পাবনা সভাপতি লুৎফুল বারী। এছাড়া বহিঃ বাংলাদেশের অতিথি আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন ব্যুরো অফ বার্কিং অ্যান্ড ডেগেনহাম, ইংল্যান্ড এর চেয়ার অফ লাইসেন্সিং বোর্ডের কাউন্সিলর জনাব মঈন কাদরী। 

ওয়েবিনারটির সঞ্চালনার দায়িত্ব পালন করেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, পাবনার সাধারণ সম্পাদক এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গবেষক ও সহকারী রেজিস্ট্রার জহুরুল ইসলাম প্রিন্স। 

উদ্বোধক মৃণাল কান্তি দাস এমপি মহান মুক্তিযুদ্ধে পাবনার শহীদ মুক্তিযোদ্ধাসহ অত্র জেলার বীর মুক্তিযোদ্ধাদের প্রশংসাসমৃদ্ধ বাণী উপস্থাপন করেন। অনলাইনে যুক্ত হওয়া প্রত্যেকেই মহান মুক্তিযুদ্ধে পাবনা জেলার অবদান এবং বর্তমান মুক্তিযুদ্ধেও চেতনায় এগিয়ে চলা পাবনার সার্বিক বিষয় নিয়ে অনুষ্ঠানে আলোচনা করেন। ইন্টারন্যাশনাল ওয়েবিনারটি সরাসরি ইংল্যান্ডের চ্যানেল এ.টি.ভি সহ ফেসবুক ও ইউটিউবে প্রচারিত হওয়াকালে অসংখ্য দর্শক অনুষ্ঠানের সাধুবাদ ব্যক্ত করে অভিব্যক্তি প্রকাশ করেন।