স্বাস্থ্য অধিদফতরের গাড়িচালক আব্দুল মালেক আটক

স্বাস্থ্য অধিদফতরের গাড়িচালক আব্দুল মালেক আটক

ফাইল ছবি

স্বাস্থ্য অধিদফতরের  সেই বহুল আলোচিত গাড়িচালক আব্দুল মালেককে আটক করেছে র‌্যাব । শনিবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে রাজধানী থেকে তাকে আটক করা হয়।

আজ রোববার সকালে র‌্যাব-১ এর এ অধিনায়ক (সিও) লে. কর্নেল শাফি উল্লাহ বুলবুল বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শনিবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে রাজধানীতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধ সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে বলেও জানান তিনি।

একটি সূত্রে জানায়, চালক আব্দুল মালেক দীর্ঘদিন ধরে স্বাস্থ্য অধিদফতরের বিভিন্ন বিষয় নিয়ন্ত্রণ করে আসছেন। বিশেষ করে অধিদফতরের তৃতীয় ও চতুর্থ শ্রেণির নিয়োগ-বদলি বাণিজ্য তার প্রধান কাজ। কোনো কর্মকর্তা যদি তার সুপারিশ না শোনেন তাহলে তাকে ঢাকার বাইরে বদলি করাসহ শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনা ঘটিয়েছেন একাধিকবার। কর্মকর্তারা লোকলজ্জার ভয়ে এসব বিষয় কখনো প্রকাশ করেননি।