২৪ ঘণ্টায় ১৮৭০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

২৪ ঘণ্টায় ১৮৭০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

ছবি সংগৃহিত।

গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৮৭০ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানী ঢাকাতেই ১,০৫৩ জন রোগী এবং ঢাকার বাইরে ৮১৭ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানা গেছে। 
সরকারি হিসাবে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪,৮০৪ জন। বেসরকারি  হিসাবে  এ সংখ্যা আরও কয়েকগুণ বেশি হতে পারে। মৃতের সংখ্যা স্বাস্থ্য অধিদপ্তর ১৮ জন বললেও বেসরকারি হিসাবে প্রায় অর্ধশত।