জামিন পেলেন তিতাসের সেই ৮ কর্মকর্তা-কর্মচারী

জামিন পেলেন তিতাসের সেই ৮ কর্মকর্তা-কর্মচারী

ফাইল ফটো

গ্রেফতারের দুই দিনের মাথায় জামিন পেলেন নারায়ণগঞ্জের ফতুল্লার বাইতুস সালাত জামে মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতারকৃত তিতাসের আট কর্মকর্তা-কর্মচারী। সোমবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফতাবুজ্জামানের আদালত এ জামিন মঞ্জুর করে।

এসময় আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট সুলতান মাহমুদ। তিনি জানান, তিতাসের আট কর্মকর্তা-কর্মচারীকে ৫০০ টাকা বন্ডে স্থায়ী জামিন পেয়েছেন। এর আগে, গত শনিবার দুপুরে ওই আট কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করে নারায়ণগঞ্জ সিআইডি।

জামিনপ্রাপ্ত তিতাসের আট কর্মকর্তা-কর্মচারী হলেন- তিতাসের ফতুল্লা জোনাল বিপণন অফিসের সহকারী প্রকৌশলী মানিক মিয়া (৩৩), তিতাসের ফতুল্লা জোনাল বিপণন অফিসের ব্যবস্থাপক মোহাম্মদ সিরাজুল ইসলাম (৪২), তিতাসের ফতুল্লা জোনাল বিপণন অফিসের উপ-ব্যবস্থাপক মাহমুদুর রহমান রাব্বী (৩৪), তিতাসের ফতুল্লা জোনাল বিপণন অফিসের সহকারী প্রকৌশলী এসএম হাসান শাহরিয়ার (৩২), তিতাসের ফতুল্লা জোনাল বিপণন অফিসের প্রকর্মী মো: ইসমাঈল প্রধান (৪৯), তিতাসের ফতুল্লা জোনাল বিপণন অফিসের সাহায্যকারী মো: হানিফ মিয়া (৪৮), তিতাসের ফতুল্লা জোনাল বিপণন অফিসের সিনিয়র উন্নয়নকারী মো: আইয়ুব আলী (৫৮), তিতাসের ফতুল্লা জোনাল বিপণন অফিসের সিনিয়র সুপারভাইজার মো: মনিবুর রহমান চৌধুরী (৫৬)।