ধানের শীষের নির্বাচনে ৯০ আন্দোলনের ছাত্র নেতারা ঈশ্বরদীতে

ধানের শীষের নির্বাচনে ৯০ আন্দোলনের ছাত্র নেতারা ঈশ্বরদীতে

ছবি : সংবাদাতা

জমে উঠেছে ঈশ্বরদী আটঘরিয়া পাবনা -৪ উপ নির্বাচন।  সোমবার (২১ সেপ্টেম্বর) ঈশ্বরদীতে পাবনা -৪ উপ নির্বাচনে বিএনপির ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিবের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। ঈশ্বরদীর খায়রুজ্জামান বাবু বাস টার্মিনালের পথসভায় ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দলনের ৫ জন প্রথম সারির ছাত্রনেতা ঢাকা  বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক মন্ত্রী এম পি আমানল্লাহ আমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ধানের শীষের প্রার্থী ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক  সভাপতি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব,  ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক জিএস সাবেক এমপি বিএনপির যুগ্ম সম্পাদক খায়রুল কবির খোকন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এজি এস সাবেক এমপিবি এনপির কেন্দ্রীয় কমিটির সদস্য নাজিমুদ্দিন আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বিএনপির স্হায়ী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান বাবলু। আরো উপস্থিত ছিলেন পাবনা সুজা নগরের সাবেক এমপি  বিএনপি নেতা সেলিম রেজা হাবিব, কুষ্টিয়া জেলা বি এনপির সাধারণ সম্পাদক সাবেক এম পি সোহরাব হোসেন, পাবনা জেলা ও ঈশ্বরদী আটঘরিয়ার বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা পথসভায় উপস্থিত থেকে ধানের শীষের ভোট চেয়ে বক্তব্য রাখেন।

প্রধান অতিথি আমানউল্লাহ আমান তার বক্তব্যে বলেন, হাবিবুর রহমান হাবিব ভাই শুধু ঈশ্বরদী পাবনার নেতা নন। হাবিব ভাই বাংলাদেশের নতা। আমরা ৯০ এ আন্দোলন করে স্বৈরশাসকের পতন না ঘটালে শেখ হাসিনা আপনি আজ প্রধানমন্ত্রী হতে পারতেন না। ৯০ এ জাতীয় প্রেসক্লাব থেকে আমাদেরকে বীর উপাধি দেয়া হয়েছিল। বীর কখনো পরাজিত হয় না। আমি বার বার এমপি নির্বাচিত হয়েছি। বিগত নির্বাচনে ভোট ডাকাতি করে বিএনপিকে হারানো হয়েছে। গত নির্বাচনে হাবিব ভাইকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করেছে আওয়ামীলীগ।

তার পর রাতে ভোট মেরে নিয়ে দিনে গণনা করেও হাবিব ভাইয়ের জামানত বতিল করতে পারিনি। সরকারের প্রতি আহবান জানিয়ে আমানউল্লাহ আমান বলেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করবেন, যদি ১ টি ভোট চুরি করা হয় তাহলে সরকার পতনের আন্দোলন ঈশ্বরদী থেকেই শুরু হয়ে যাবে। পথসভায় সভাপতিত্ব করেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রাজশাহী বিভাগের দায়িত্ব প্রাপ্ত সাবেক মন্ত্রী এমপি  অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু । পথসভা স ালন করেন পাবনা জেলা বি এন পির সদস্য সচিব সিদ্দিকুর রহমান।