দোহায় শান্তি আলোচনা চলমান: তালেবান হামলায় ২৮ পুলিশ নিহত

দোহায় শান্তি আলোচনা চলমান: তালেবান হামলায় ২৮ পুলিশ নিহত

গত রবিবার রাতে ১৪ সেনা-পুলিশ নিহত হওয়ার পর এবার ২৮ জন পুলিশ নিহত হল। আলজাজিরা।

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে তালেবান যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে দেশটির পুলিশ বাহিনীর ২৮ সদস্য নিহত হয়েছে। তালেবান যোদ্ধারা একটি চেক পয়েন্টে হামলা চালিয়ে পুলিশ সদস্যদের হত্যা করেছে। সরকার নিয়ন্ত্রিত এ জেলায় চলমান ব্যাপক লড়াইয়ে এটি সর্বশেষ প্রাণহানির ঘটনা। জেলাটি তালেবানের দখলে চলে যেতে পারে বলেও ধারণা করা হচ্ছে। খবর আলজাজিরা।

বুধবার  উরুজগান প্রদেশের গভর্নরের মুখোপাত্র জালগাই ইবাদি জানান, '২৮ পুলিশ সদস্যদের আত্মসমার্পণ করলে তাদের ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছিল তালেবান। কিন্তু তারা আত্মসমার্পণ করলে তাদের হত্যা করা হয়।  

সর্বশেষ এই সংঘর্ষ দক্ষিণাঞ্চলের উরুজগান প্রদেশের গিজাব জেলায় ঘটেছে। সেখানে গত কয়েকদিন ধরেই তালেবানের সঙ্গে সরকারি বাহিনীর ব্যাপক যুদ্ধ চলছে। তালেবান জেলাটির নিয়ন্ত্রণ নিতে আফগান পুলিশ ও সেনা ফাঁড়িতে একের পর এক হামলা চালাচ্ছে।

তবে তালেবানের মুখপাত্র ক্বারী মোহাম্মদ ইউসুফ আহমদী এই হামলার দায় স্বীকার করে বলেছেন, এলাকার পুলিশ যোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করতে অস্বীকার করার পরে যোদ্ধারা তাদের উপর হামলা চালায়।

এমন সময় ঘটনাটি ঘটল যখন আফগান সরকার এবং তালেবানদের সাথে কাতারের রাজধানী দোহায় শান্তি আলোচনা চলছে।