অথচ

অথচ

সাদিকুল হাসান সৌরভ

সাদিকুল হাসান সৌরভ-

অথচ বৃষ্টি একসময় কত ভালো লাগতো !!
আজকাল আর বৃষ্টি ভালো লাগে না, দেখতে পাই না যে !
এখন বৃষ্টি পড়ে গন্তব্যে যাবার সময়, নয়তো আসার সময়।
তখন নিজেকে বাঁচাতে আশ্রয় খুঁজি,
বৃষ্টিতে ভিজে কিংবা দেখে বৃষ্টির সৌন্দর্য উপভোগ করতে পারি না।

অথচ আকাশ আমার কত ভালো লাগতো !!
আজকাল আর আকাশ দেখতে ভালো লাগে না।
তারচেয়ে বরং বিশাল সব অট্টালিকা দেখেই চোখ জুড়াই,
এখন কেন জানি আকাশের চেয়ে দালান কোঠাই আমাকে বেশি মুগ্ধ করে।

অথচ সবুজ বৃক্ষ একসময় কত ভালো লাগতো !!
আজকাল আর সবুজ দেখতে ভালো লাগে না।
বাসে যাবার সময় এখন আর আগের মত রাস্তার পাশের সারি সারি গাছ দেখি না,
তারচেয়ে বরং ফুটপাথে মানুষের কষ্ট দেখতে দেখতে গন্তব্যে যাই,
রাস্তার কাটাকুটি আর শত শত গাড়ির ভিড়ে শান্তি খুঁজি ।

এখন আগের মত অনেক কিছুই ভালো লাগে না !!
আগের মত অনেক কিছুই ভাবতে পারিনা, করতে পারিনা, বলতে পারি না,
মানুষের মত মানবিকতা নিয়ে চলতে পারি না !
এখন আর সেই আগের সময়গুলি ভাবতে ভালোও লাগে না,
যান্ত্রিক পৃথিবীতে যন্ত্র হয়ে থাকতেই ভালো লাগে।।

 

কবি: আইটি অফিসার,আইসিটিডি-অপারেশন, 
জনতা ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয়, ঢাকা।