অতিরিক্ত সচিব হিসেবে ৯৮ জনের পদোন্নতি

অতিরিক্ত সচিব হিসেবে ৯৮ জনের পদোন্নতি

ফাইল ছবি

প্রশাসনে ৯৮ জনকে যুগ্ন-সচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছে  জনপ্রশাসন মন্ত্রণালয়।  আজ শনিবার উপ-সচিব মুহাম্মদ আবদুল লতিফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়ে ৯৮ কর্মকর্তাকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। তবে তাদের পদায়ন করা হয়নি।
 অতিরিক্ত সচিবের স্থায়ী পদের সংখ্যা ১৩০টি। বর্তমানে অতিরিক্ত সচিব পদে আছেন ৫১৩ জন। এ পরিস্থিতিতে ৯৮ জনকে অতিরিক্ত সচিব করা হলো। এর ফলে এ পদে কর্মকর্তার সংখ্যা দাঁড়াল ৬১১ এ। 
হিসাব অনুযায়ী অনুমোদিত পদের চেয়ে অতিরিক্ত কর্মকর্তা সংখ্যা দাঁড়াল ৪৯০। সঙ্গতকারণে পদ না থাকায় পদোন্নতি পাওয়া অধিকাংশ কর্মকর্তাকে আগের পদেই (ইন সিটু) কাজ করতে হবে অথবা ওএসডি থাকতে হবে।