চট্টগ্রামে দুটি কারখানায় আগুন

চট্টগ্রামে দুটি কারখানায় আগুন

ফাইল ছবি।

চট্টগ্রামে মৎস্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান ও একটি বন্ধ পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

শনিবার (২৬ সেপ্টেম্বর) নগরের সাগরিকা এলাকায় মৎস্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান বিডি সি ফুড লিমিটেড ও নগরের কুলগাঁও এলাকার জেমিনি ফ্যাশন নামের একটি বন্ধ পোশাক কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। 

চাট্টগ্রাম ফায়ার সার্ভিস সূত্র জানায়, চিড়িংসহ বিভিন্ন সামুদ্রি মাছ ও মৎস্য পণ্যের রপ্তানিমুখী প্রতিষ্ঠান বিডি সি ফুডের তিন তলা ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছিল। আগ্রাবাদ ও বন্দর ফায়ার স্টেশনের ১০টি গাড়ি প্রায় তিন ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সুত্রপাত কোথা থেকে হয়েছে সেটা জানা সম্ভব হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ ও কারণ তদন্তের পর জানা যাবে। আগুন লাগার সময় প্রতিষ্ঠানটিতে কোনো কর্মী ছিলেন না।

এদিকে পৃথক ঘটনায় নগরীর কুলগাঁও এলাকার জেমিনি ফ্যাশন নামের একটি বন্ধ পোশাক কারখানায় আগুনে এক লাখ টাকার ক্ষতি হয়েছে। 

ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।